শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুর্গম অঞ্চলের প্রতিটি সড়কের উন্নয়ন করা হবে: নিক্সন চৌধুরী 

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৯:৩৯

দুর্গম অঞ্চলের জনপথের সঙ্গে শহরের সড়কের সংযোগ সড়কগুলোর উন্নয়ন করা হবে জানিয়েছেন ফরিদপুর ৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের কাপড় পুর গ্রাম ও সরৈবাড়ি গ্রামের ২টি কাঁচা সড়ক পায়ে হেঁটে পরিদর্শন শেষে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের কাপড় পুর গ্রাম ও সরৈবাড়ি গ্রামের ২টি কাঁচা সড়ক পরিদর্শনকালে নিক্সন চৌধুরী। ছবি- ইত্তেফাক

তিনি বলেন, যে সমস্ত সড়ক কাঁচা আছে সেগুলোকে পাকায় উত্তীর্ণ করা হবে। মানুষের যাতায়াতের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং শহরে নির্বিঘ্নে চলাচল করতে পারে এমন সড়ক তৈরি করা হবে।

 
এ সময় উপস্থিত ছিলেন- তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান ও সাবেক চেয়ারম্যান পরিমল দাস প্রমুখ।

ইত্তেফাক/এমএএম