বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বর্ষিজোড়া ইকোপার্কে পৌর বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ০১ মে ২০২২, ১৭:৫৭

মৌলভীবাজার পৌরসভা কতৃ‌র্ক বর্ষিজোড়া ইকোপার্কে ময়লা ফেলার ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংরক্ষিত বনে পৌরসভার বর্জ্য ফেলা কার্যক্রমের বৈধতা নিয়ে লিগ্যাল নোটিশের পর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়েরকৃত রিটের শুনানিতে হাইকোর্ট এই নিষেধাজ্ঞা দেয়।  

সম্প্রতি রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জালিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল ও আদেশ জারি করেন। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।  

এ ব্যাপারে মৌলভীবাজারস্হ বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) রেজাউল করিম চৌধুরী বেলার দায়েরকৃত মামলার কথা স্বীকার করে বলেন, আমরা আগে থেকেই পৌর কতৃ‌র্পক্ষসহ বিভিন্ন দপ্তরে ময়লা ফেলা ও টিলা কেটে রাস্তা নির্মাণের বিষয়ে লিখিতভাবে অবহিত করে তা বন্ধ করার কথাও বলেছি। এখন উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে, আশা করি ময়লা ফেলা বন্ধ হবে। বন ও টিলা রক্ষার স্বার্থে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।  

ইত্তেফাক/এআই