দীর্ঘ এক মাস রমজানের পর সকল মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে উৎসব মুখরিত ঈদের আয়োজন। সোমবার (২ মে) কানাডায় উদযাপিত হচ্ছে ঈদ-উল ফিতর।
ঈদের প্রাক্বালে অর্থাৎ চাঁদরাতে টরন্টোস্থ বাংলাটাউন খ্যাত ড্যানফোর্থে শত শত মানুষের ভিড় জমে। একদিকে আড্ডা্র আনন্দ, অন্য দিকে কেনাকাটার আমেজ। সেই সাথে মেহেদি পরার ধুম।
জানা গেছে, করোনার বিধি-নিয়ম মেনে প্রতিবারের মতো টরন্টোস্থ ড্যান্টোনিয়া পার্কে সকালে সবচেয়ে বড় আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের মাঠে শুভেচ্ছা জানাতে আসবেন টরন্টো মেয়র, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এম পি, ডলি বেগম এম পি পি।
সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং টরন্টোস্থ উপ-দূতাবাস এক ঈদ পুনর্মিলনের আয়োজন করে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাছাড়াও অন্টারিও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ এক বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।