বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রায়পুরে লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন

আপডেট : ০৪ মে ২০২২, ১০:৫০

লক্ষ্মীপুরের রায়পুর শহর ও এর আশপাশের এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুপুরে প্রতি ঘণ্টায় প্রায় পাঁচ-সাত বার লোডশেডিং হচ্ছে। ফলে ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

এতে একদিকে যেমন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অনেক বাসাবাড়ির ফ্রিজ, টিভিসহ অনেক ইলেকট্রনিকস মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শিগগিরই এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। 

জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুরে কয়েক দিনের টানা গরমে এমনিতেই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারপর আবার বিদ্যুতের ভেলকিবাজি নাকাল করছে সাধারণ মানুষদের। প্রচণ্ড গরমে মানুষজন যখন একটু প্রশান্তির আশায় ফ্যানের নিচে যায়, ঠিক তখনই ঘণ্টায় পাঁচ-সাত বার পর্যন্ত বিদ্যুৎ যাইয়। ফলে ভোগান্তিতে রয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গ্রাহকরা অকথ্য ভাষায় ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাট রায়পুরে পুরোনো সমস্যা। দীর্ঘদিন আবেদন করেও এ সমস্যার সুষ্ঠু সমাধান পাচ্ছে না শহরবাসী। 

এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের (ডিজিএম) মো. শাহাদাত হোসেন বলেন, রায়পুরে প্রায় ১ লাখ গ্রাহক রয়েছেন। জেলার রামগঞ্জের ৩৩ কেভি লাইনে কিছুটা সমস্যা হয়েছে। সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ঝড়সহ বিভিন্ন কারণে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। কয়েক দিন ধরে মেরামত করে এখন কিছুটা স্বাভাবিক করা হয়েছে। এছাড়াও চাহিদার তুলনায় তিন-চার মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। তার পরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আমরা বদ্ধপরিকর। 

ইত্তেফাক/এআই