শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৪ মে ২০২২, ১২:০৭

ইউক্রেন ইস্যুতে আলোচনা করেছেন মিত্র যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। ফোনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইউক্রেনের নিরাপত্তা এবং দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, এ মাসেই কিয়েভে ফিরতে যাচ্ছে ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাস। এমন ইঙ্গিত দিয়েছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টিনা কেভিয়েন। তিনি বলেন, পরিস্থিতির আলোকে এই মাসের শেষের দিকে কিয়েভে ফিরে যাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস্টিনা কেভিয়েন বলেন, ‘আমরা নিরাপত্তা পেশাদারদের কথা শুনি। যখন তারা বলবে, আমরা ফিরে যেতে পারি, তখন আমরা ফিরে যাবো।’

ইত্তেফাক/টিআর