রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৭০ বোতল ফেন্সিডিল এবং ১ টি প্রাইভেটকারসহ ১ জন মাদক কারবারি আটক করেছে র্যাব। বুধবার (৪ মে) দিবাগত রাত ২ টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার মো. নবীর হোসেন (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি প্রাইভেটকারে কুমিল্লা থেকে ঢাকায় ফেন্সিডিলের চালান নিয়ে আসছে। র্যাব-৩ এর আভিযানিক দল বুধবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশীর মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো. নবীর হোসেনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে কুমিল্লা থেকে ফেন্সিডিল রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানায়।