শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম সেবা

আপডেট : ০৫ মে ২০২২, ১৩:৪২

সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও সিআরএম তিন দিন বন্ধ থাকবে। এ ছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডের সেবাও ১২ থেকে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে।

গত ২৭ এপ্রিল (বুধবার) ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, স্যুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম / সিআরএম, পিওএস, ই-কমার্স, নেক্সাসপে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, রকেট, ভিসা / মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা সমূহ নিম্নের সময়সূচী অনুযায়ী বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ।

এটিএম সেবা বন্ধ সম্পর্কিত ডাচ্-বাংলা ব্যাংকের বিজ্ঞপ্তি

ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে যেসব সেবা বন্ধ থাকবে সেগুলো হল: 

সেবা: এটিএম / সিআরএম
আনুমানিক ডাউনটাইম: ৭২ ঘন্টা
ডাউনটাইম সময়কাল:৬ মে, ২০২২ সকাল ০০:০১ টা থেকে ৮ মে, ২০২২ রাত ১১:৫৯ টা

সেবা: পিওএস
আনুমানিক ডাউনটাইম: ৩৬ ঘন্টা
ডাউনটাইম সময়কাল: ৬ মে, ২০২২ সকাল ০০:০১ টা থেকে ৭ মে, ২০২২ দুপুর ১২:০০ টা

সেবাসমূহ: ই-কমার্স, রকেট এড মানি
আনুমানিক ডাউনটাইম: ২৪ ঘন্টা
ডাউনটাইম সময়কাল: ৬ মে, ২০২২ সকাল ০০:০১ টা থেকে ৬ মে, ২০২২ রাত ১১:৫৯ টা

সেবাসমূহ: নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিটেন্স
আনুমানিক ডাউনটাইম: ১৮ ঘন্টা
ডাউনটাইম সময়কাল: ৬ মে, ২০২২ সকাল ০০:০১ টা থেকে ৬ মে, ২০২২ সন্ধ্যা ০৬:০০ টা

সেবা: মাস্টারকার্ড ক্রেডিট
আনুমানিক ডাউনটাইম: ১২ ঘন্টা
ডাউনটাইম সময়কাল: ৬ মে, ২০২২ সকাল ০০:০১ টা থেকে ৬ মে, ২০২২ সকাল ১১:৫৯ টা

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/ ইআ