বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে দেশের জন্য কাজ করলেই খুব সহজেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে মাদারীপুরের শিবচরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের ভেতর ‘নাট মন্দির’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবার মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয়ভাবে সকল অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুইহাত এককরে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে হবে। এ দেশ আমাদের সবার। দেশে যে যেই ধর্মের মানুষ থাকুক, দেশের প্রতি সবার সমান অধিকার রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ঘোষ, শিবচর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রাহাসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। পরে চীফ হুইপ বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।