আমরা একই কাজ কতদিন ধরে করতে পারি? কিছুদিন গেলেই তো তার ওপর বিরক্তি চলে আসে। তখন নতুন কাজের সন্ধানে নেমে পড়ি অনেকে। তবে এদিক থেকে পুরো বিপরীত ব্রাজিলের ওয়াল্টার অর্থম্যান। শতবর্ষী এই মানুষটি ৮৪ বছর ধরে একই প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। পেয়েছেন তার স্বীকৃতিও। সবচেয়ে বেশি সময় একই প্রতিষ্ঠানে কাজ করায় গিনেস রেকর্ড এখন তার দখলে।
১৯৩৮ সালের ১৭ জানুয়ারি ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় ইন্ডাস্ট্রিয়াস রেনাক্স এসএ (বর্তমানে রেনিউক্সভিউ) নামে একটি টেক্সটাইল কোম্পানিতে শিপিং সহকারী হিসেবে কাজ শুরু করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। পরে পদোন্নতি পেয়ে বিপণন বিভাগে যোগ দেন ওয়াল্টার। এরপর কেটে গেছে আট দশকের বেশি। আজও সেখানেই কাজ করে চলেছেন এ বৃদ্ধ।
এতগুলো বছর একই প্রতিষ্ঠানে যুক্ত থাকার রহস্য কী? এ প্রশ্নে ওয়াল্টারের সহজ জবাব, আমি খুব বেশি পরিকল্পনা করি না। ভবিষ্যৎ নিয়েও খুব একটা ভাবি না। শুধু চিন্তা করি, আগামীকাল হবে এমন আরেকটি দিন, যেখানে আমি ঘুম থেকে জাগব, উঠব, ব্যায়াম করব এবং কাজে যাব। নতুন প্রজন্মের জন্য তার পরামর্শ, আপনাকে বর্তমান নিয়ে ব্যস্ত থাকতে হবে, অতীত বা ভবিষ্যতে নয়। এনডিটিভি