পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেখুপুরা শহরের একটি খ্রিস্টান স্কুলে ১৪ জন সশস্ত্র লোক হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা স্কুলের অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করেছে। সেইসঙ্গে স্কুল কর্তৃপক্ষ টাকা দিতে ব্যর্থ হলে প্রাণনাশের হুমকি দিয়েছে।
গত ২৯ এপ্রিল গ্লোবাল প্যাশন স্কুলে ঘটেছে এই ঘটনা। স্কুলের অধ্যক্ষ সাইমন পিটার কলিম বলেন, 'সশস্ত্র হামলাকারীরা স্কুলে হামলা চালায়, কর্মীদের নির্যাতন করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে।'
স্কুলটি প্রেসবিটারিয়ানদের দ্বারা পরিচালিত। ২০১৮ সাল থেকে ইট ভাটা শ্রমিকের পরিবার থেকে খ্রিস্টান ছাত্রদের বিনামূল্যে শিক্ষা ও খাবার প্রদান করে আসছে।
স্কুলের প্রিন্সিপ্যাল জানান, সকাল ১১ টা ৩০ মিনিটে যখন তারা হলে প্রার্থনা করছিল তখন হামলাকারীরা চেয়ার ছুড়ে মারে।
স্থানীয় পুলিশকে এফআইআরে কলিম বলেন, হামলাকারীরা নিরাপত্তারক্ষীর ওপর হামলা করে এবং প্রতি মাসে ১ লাখ রুপি চাঁদা দাবি করে। হামলাকারীরা হুমকি দেয়, দাবি পূরণ না হলে তারা খ্রিস্টান উপাসনা এবং স্কুলের কার্যক্রম বন্ধ করে দেবে।
'তারা নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং দুই দিনের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে প্রাণনাশের হুমকি দেয়। তারা ভবনে পার্ক করা স্টাফদের গাড়ি এবং মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করেছে,' বলেন তিনি।