নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) বিকালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো-সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের মো. মোস্তফার যমজ ছেলে আলিফ (৩) ও মাহির (৩)।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. ইয়াছিন জানান, শুক্রবার বিকালে দুই যমজ ভাই পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।