বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইন্দোনেশিয়াকে হারিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশ হকি দলের

আপডেট : ০৭ মে ২০২২, ১৩:৫৬

ব্যাংককে চলছে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। সেখানে আজ (৭ মে) নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এবার এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল  চীনের হাংঝু শহরে। কিন্তু সেখানে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় টুর্নামেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে। এর মধ্যেই শুরু হলো হকির বাছাইপর্ব।

৯ দলের এই বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছেন সরোয়ার হোসেন, পুষ্কর খীসা ও রাব্বি। অবশ্য আরও গোল দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে লাল-সবুজ পতাকাধারীরা।

আজ প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজাউল করিম। হয়েছেন ম্যাচসেরাও। বাংলাদেশের আগামী ম্যাচ ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১২ মে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর।

ইত্তেফাক/টিএ