শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০০টি হামলা হয়েছে: ডব্লিউএইচও

আপডেট : ০৮ মে ২০২২, ১৪:৫১

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০০টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর জরুরি পরিষেবা বিষয়ক পরিচালক মাইক রায়ান জানান, নথিভুক্ত করা ঘটনাগুলো আসলেই হয়েছে কি না, তা যাচাই করতে পারবে, এমন ব্যক্তিদের কাছে নথিগুলো পাঠানো হবে।

একই সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস মস্কোকে তাদের প্রতিবেশি দেশে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ডব্লিউএইচও আপনাদের পাশে আছে।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লায়াশকো জানান, রুশ হামলায় ইউক্রেনে এখন পর্যন্ত ৪০টি হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ সময় ইউনিয়ান নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি আরও জানান, প্রায় ৫০০টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক/টিএ