ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘এই সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে।’
রবিবার (৮ মে) সকালে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ ফরিদপুর-৪ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত ৮ বছরে ভবন নির্মাণ, রাসেল ডিজিটাল ল্যাব প্রদানসহ নানা উন্নয়ন করেছি। প্রতিটি প্রতিষ্ঠানে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে সুশিক্ষা অর্জন করতে পারেন, সেদিকে শিক্ষকসহ ম্যানেজিং কমিটির দায়িত্ব অনেক। আপনারা আপনাদের স্থানে থেকে দায়িত্ব পালন করুন।’
ম্যানেজিং কমিটির সভাপতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাসির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীরা।