শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আপডেট : ০৮ মে ২০২২, ১৬:২৮

মানিকগঞ্জ মুলজান এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও গোন্ডেল লাইন পরিবহনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে বাসের ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। 

রবিবার (৮ মে) দুপুরে ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুপুর ২ টার দিকে সেলফি পরিবহন ও জননী পরিবহনের দুই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছে। এখনো নিহতের পরিচয় জানা যায়নি। আর আহত প্রায় ১৫ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করেছে।

ইত্তেফাক/এমএএম