ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার (৮ মে) বলেছেন, ইউরোপে শয়তান ফিরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে এক ভাষণে নাৎসি জার্মানির সঙ্গে রাশিয়ার আক্রমণের তুলনা করে জেলেনস্কি এই মন্তব্য করেছেন।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক দশক পরে, ইউক্রেনে অন্ধকার ফিরে এসেছে, এবং এটি আবার কালো ও সাদা হয়ে উঠেছে।'
জেলেনস্কি রাশিয়াকে 'নাৎসিবাদের রক্তাক্ত পুনর্গঠন' বাস্তবায়নের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, মস্কোর সেনাবাহিনী নাৎসিদের 'নৃশংসতার' প্রতিলিপি করছে।
গত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।