পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর প্রকাশ করেছে বিবিসি।
এর আগে গতকাল রবিবার লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, ‘রাশিয়ান বাহিনী স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে দুই জনের নিহতের খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জন বেসামরিক নাগরিককে বের করে আনা হয়েছে।’
বিলোহোরিভকা গ্রামে অবস্থিত ওই স্কুলটিতে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। শনিবারের হামলার পর আগুন ভবনটিকে গ্রাস করে। হাইদাই বলেন, ‘প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ধ্বংসস্তূপ পরিষ্কার করা হয়। দুর্ভাগ্যবশত, দু'জনের মৃতদেহ পাওয়া যায়।’
‘ধ্বংসস্তূপ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সাতজন আহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তূপের নিচে বাকি ৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে,’ যোগ করেন তিনি।