বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেটে নারী এশিয়া কাপ, এবার টি-২০ ফরম্যাটে

আপডেট : ০৯ মে ২০২২, ০৯:৪৯

নারী ক্রিকেটে এশিয়া কাপের সর্বশেষ আসর হয়েছিল চার বছর আগে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। পরের আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

করোনা মহামারির কারণে দুই দফা স্হগিত হয়েছিল এশিয়া কাপ। ২০২০ সালে স্হগিত হওয়া টুর্নামেন্ট পিছিয়ে নেওয়া হয় ২০২১ সালে। ওই বছরও বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা।

অবশেষে টুর্নামেন্টের নতুন সূচি হয়েছে। আগামী অক্টোবরে সিলেটে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ছয় দলের টুর্নামেন্ট হবে ১-১৫ অক্টোবর। এবার টি-২০ ফরম্যাটে খেলা হবে।

বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, সম্প্রতি এশিয়ান গেমস স্হগিত হয়ে যাওয়ায় কপাল খুলেছে এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দুই দিন আগে টুর্নামেন্টের নতুন সূচি বিসিবিকে জানিয়েছে।

গতকাল বিসিবির এ পরিচালক বলেন, ‘করোনার কারণে চীনে এশিয়ান গেমস স্হগিত হয়ে গেছে। তাই এই সময়ে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সিলেটে। আশা করি, আমরা ভালোভাবে আয়োজন করতে পারবো। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১৮ সালে আমরা শিরোপা জিতেছিলাম। এশিয়া কাপে টি-২০ ফরম্যাটে খেলা হবে।’

ইত্তেফাক/টিএ