শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফার্নিচারের গ্রাম চরিয়াকোনা

আপডেট : ০৯ মে ২০২২, ১৬:২২

গ্রামের পাশ দিয়ে হেঁটে গেলেই শোনা যায় কাঠের খট খট শব্দ। কেউ কাঠ কাটছেন, কেউবা মনের মাধুরী দিয়ে ফুটিয়ে তুলছেন কাঠের ওপর দৃষ্টিনন্দন নকশা।  কোথাও আবার চলছে রং, বার্নিশের কাজ। এটি কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের চরিয়াকোনা গ্রামের প্রতিদিনের চিত্র। এ কারণেই চরিয়াকোনা গ্রামটি বহু বছর ধরে ফার্নিচার গ্রাম নামে পরিচিত। গ্রামের প্রায় ৫০০ পরিবার এই পেশার সঙ্গে জড়িত। 

চট্টগ্রাম ও নরসিংদীসহ বিভিন্ন জেলার পাইকাররা এসব ফার্নিচারের ক্রেতা। ফার্নিচার কারিগর গোলাপ মিয়া বলেন, যুগ যুগ ধরে এই কাজটাকে আঁকড়ে ধরে আছেন তারা। করোনার কারণে এখন এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। 

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল জানান, ফার্নিচার গ্রামের কারিগরদের সহযোগিতা ও তাদের সমস্যাগুলো সমাধানে প্রশাসন যথাসাধ্য চেষ্টা করবে। বংশ পরম্পরায় এতগুলো পরিবার এই পেশায় জড়িত। সরকারের কাছ থেকে তারা যেন সার্বিক সহযোগিতা পায় এ বিষয়ে আমি চেষ্টা করব। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন