কুড়িগ্রামে নুরনবী মিয়া নামে এক যুবককে হত্যার ১৮ বছর পর চার ভাইসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এই আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডের আসামিরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকার ঘেতু শেখের ছেলে রাশেদ (৪০), মকবুল হোসেন (৫৪) ও তসলিম উদ্দিন (৫৬), একই এলাকার দারাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪৩), মতিয়ার রহমানের ছেলে মিন্টু (৪১), মনির উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৪), সেকেন্দার আলীর ছেলে মোনাল মিয়া ওরফে মোন্নাফ (৪৪) এবং ওসমান মিয়ার ছেলে নুরু মিয়া (৫০)। এছাড়া মামলা চলাকালীন চাঁন মিয়া নামে অপর এক আসামির মৃত্যু হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২২ জানুয়ারি কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাচকোল বাজারে মোখলেসুর রহমানের ছেলে মুদি ব্যবসায়ী নুরনবীকে (২২) হত্যা করে আসামিরা। এর আগে শ্যালো মেশিনে পানি দেওয়া নিয়ে আসামিদের সঙ্গে নুরনবীর বাক-বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দিলেও আসামিরা তাতে সন্তুষ্ট ছিল না।