পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সোমবার (৯ মে) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে বিলাওয়াল ভুট্টো সেদেশে সফরে যাচ্ছেন। সম্প্রতি বিলাওয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে টেলিফোনে কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় তাদের মধ্যে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।