ইতালিতে মিলান বাংলা প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২-২০২৫ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারকে সভাপতি, সাংবাদিক আব্দুল বাসিত দলইকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আহসান হাবিব শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়া কবির উদ্দিন আহমেদ, তুহিন মাহমুদ ও সেলিনা আক্তারকে উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন-সহসভাপতি নাজমুল আহসান শামিম, সহসাধারণ সম্পাদক জালাল হাওলাদার, প্রচার সম্পাদক রতন হক, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সাংস্কৃতিক সম্পাদক এলিয়া নুসরাত, কার্যনির্বাহী সদস্য মাকসুদ রহমান, ইসমাইল হোসেন স্বপন, এম ডি রেজা, ইরান সিকদার ও মো. সিদ্দিক।
উল্লেখ, ২০১৩ সালের ১৭ মার্চ মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি প্রতিষ্ঠিত হয়। এটি প্রবাসীদের বাংলাদেশিদের অধিকারসহ প্রবাসে বংশোদ্ভূত নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি প্রসারে কাজ করে যাচ্ছে।