নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুর এলাকায় কালভার্টের ওপর অবৈধভাবে নির্মিত সেই টিনে ঘরটি সরিয়ে নিয়েছে। সম্প্রতি দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে অবৈধ ঘর নির্মাণের খবর প্রকাশের পর প্রশাসন থেকে হুলিয়া আসবে জেনে সোমবার (৯ মে) সকালে ঘরটি সরিয়ে নিয়ে পালিয়েছে কালভার্ট দখলকারী ফরিদপুরঘোনা জলমহালের ইজারাদাররা।
এদিকে, কালভার্ট দখলের বিষয়টি গণমাধ্যম থেকে জেনে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান সম্প্রতি স্থানীয় উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ওই দখল দ্রুত উচ্ছেদ করে দখলকারীদের আইনের আওতায় আনতে। এ নির্দেশের প্রেক্ষিতে সোমবার বিকেলে খালিয়াজুরীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার তার নিজের নেতৃত্বে কালভার্টটিতে অভিযান পরিচালনা করেছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, দখলকারীরা ঘরটি ভেঙে নিয়ে পালিয়েছে। তাই অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৮ ফুট দৈর্ঘ্যের পাকা ওই কালভার্টটি নির্মাণ করা হয় ২০১৬-২০১৭ অর্থবছরে। ৩০ লাখ ৮৯ হাজার টাকা বায়ে নির্মিত এ কালভার্টটি প্রায় চার বছর অবৈধ দখলদারদের দখলে ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।