শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ, স্পিডবোট, ফেরী চলাচল স্বাভাবিক

আপডেট : ১১ মে ২০২২, ১৪:০৫

দেশের দক্ষিণ বঙ্গের অন্যতম প্রবেশদ্বার মাদারীপুর শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট। এই রুটে গতকাল মঙ্গলবার (১০ মে) ঝড়ো বাতাসের কারণে দুপুরের পর থেকে এই নৌরুটের সকল লঞ্চ -স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ বুধবার (১১মে) আবহাওয়া ভালো হওয়ার সকাল থেকেই লঞ্চ- স্পিডবোট- ফেরি চলাচল সচল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ ও বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে এই নৌরুটে নৌ-দুর্ঘটনা এড়াতে লঞ্চ- স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

পরবর্তীতে অবস্থা স্বাভাবিক হওয়ায় বুধবার (১১ মে) সকাল থেকে আবার এই নৌরুটে লঞ্চ- স্পিডবোট চলাচল শুরু করা হয়। বর্তমানে এই নৌরুট দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এআই