নরসিংদীর রায়পুরায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পেপার লেমিনেটেড দুই লাখ ৯৫ হাজার ২৯৬টি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১১ মে) বিকেলে উপজেলা অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, ইতোমধ্যে দুই লাখ ৯৫ হাজার ২৯৬ টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, এটার অপব্যবহার যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত থেকে বিনষ্ট করা হয়েছে। এটা নিয়মিত কার্যক্রমের অংশ বিশেষ যা আগামীতেও অব্যাহত থাকবে।
আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী স য় ব্যাংক কর্মকর্তা ইফতেখার হোসেন, বন কর্মকর্তা, পুলিশ সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।