ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিতে পারেন পারেন রাহুল গান্ধী। দলটির শীর্ষ নেতারা গত মার্চের বৈঠকে এমনটিই দাবি করেছেন বলে খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে টেক্কা দেওয়ার লক্ষ্যে শুক্রবার (১৩ মে) উদয়পুরে 'চিন্তন শিবির' নামে শীর্ষক এক বৈঠক হবে। এর সভাপতিত্ব করবেন কংগ্রেসের অন্তরবর্তীকালীন নেতা সোনিয়া গান্ধী।
এর আগে, গত মার্চের ১৪ তারিখ একটি বৈঠক করে দলটি। সেখানে শীর্ষ কংগ্রেস নেতা আধির রঞ্জন চৌধুরী বলেন, রাহুলকে দলের প্রেসিডেন্ট করা হোক।
সূত্র জানায়, আধির রঞ্জন চৌধুরীর বক্তব্যের পর বৈঠকে একটি প্রস্তাব তোলা হয়। পরে আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দলের নেতৃত্ব নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চলমান প্রক্রিয়াটি আগে থেকে আটকানো যাবে না।
২০১৯ সালের নির্বাচনে হারের পর কংগ্রেস প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন রাহুল। সেসময় অন্তরবর্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সোনিয়া।
ধারণা করা হচ্ছে, উদয়পুরে হতে যাওয়া চিন্তন শিবির বৈঠকে কংগ্রেস প্রেসিডেন্ট নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।