ফরিদপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বরিশাল মহাসড়কের ভাঙ্গা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহেল বিশ্বাস (৩৫) সদরপুর থানার সাড়ে সাতরশি গ্রামের আলমগীর বিশ্বাসের পুত্র।
হাইওয়ে থানার উপ পরিদর্শক শাহ আলম জানায়, সকালে সোহেল বিশ্বাস মোটরসাইকেলে ভাঙ্গার দিক থেকে সদরপুরের নিজ বাড়ির দিকে রওনা দিলে ভাঙ্গা ফ্লাইওভার সংলগ্ন প্রাণিসম্পদ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।