ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা ২০ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকায় আর এস অয়েল মিলসে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, ভোজ্য তেলের মজুত বিরোধী অভিযানে নামেন তারা। এ সময় আর এস ওয়েল মিলের গোডাউনে মোট ২০৬ ব্যারেল সয়াবিন ও পাম ওয়েল মজুদ পাওয়া যায়। এর মধ্যে ১০৫টি ড্রামের কাগজপত্র দেখাতে পারেন ব্যবসায়ী আব্দুল মতলেব। বাকি ১০১টি ব্যারেল পামওয়েলের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। বিক্রয় মূল্য প্রদর্শন না করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে পূর্বের মূল্য অনুসারে ঐ তেল ১৩০ টাকা লিটার দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়।