শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে কবে কোন আম নামবে

আপডেট : ১২ মে ২০২২, ২১:৫০

রাজশাহীতে এবারও আম পাড়ার (নামানোর) তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় জাত ভেদে আম পাড়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।

সভার সভাপতি, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক বলেন, শুক্রবার (১৩ মে) থেকে রাজশাহীতে সব ধরনের গুটি আম পাড়া যাবে। আগামী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা, ২৮ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম পাড়া যাবে।’

তিনি আরও বলেন, ‘বাজারে যেন অপরিপক্ব আম কেনাবেচা না হয়, সে জন্যই ফল গবেষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম পাড়লে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, ‘কিছু এলাকায় চলতি মৌসুমে গাছে আম কম থাকলেও এবারও লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার আশা করছি। কারণ, গাছে আম কম থাকলে তা আকারে বড় হয়। গাছে আম কম থাকলে ঝরে পড়েও কম।’ 

সভায় কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও ফল গবেষক, আম চাষি, ব্যবসায়ী ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগর এবং ৯ উপজেলায় এবার ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান আছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন। হেক্টর প্রতি গড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ মেট্রিক টন।

ইত্তেফাক/এএইচ/এএইচপি