ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১৩ মে) জার্মানিতে ধনী দেশগুলোর সঙ্গে বৈঠককালে তার যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত ও হস্তান্তর করার জন্য জি৭-এর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, "আজ আমি আমাদের দেশ পুনর্গঠনের জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ বাজেয়াপ্ত করে আমাদেরকে দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদ্ধতি প্রয়োগ করার জন্য জি-৭ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।