মানিকগঞ্জে সয়াবিন তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের কতিপয় ব্যবসায়ীরা সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করেন। এসব তেলের বোতল খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগে আজ দুপুরে শহরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় কালীপদ অ্যান্ড সন্স নামে এক ডিলারের গুদাম থেকে ১ হাজার ৩০০ লিটার তেল উদ্ধার করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বাজারে সয়াবিন তেলের বেশ চাহিদা রয়েছে। এরপরও ওই ডিলার বাজারে তেল বিক্রি না করে অবৈধভাবে মজুদ করেন।