মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ও রিকাবিবাজার থেকে ২ হাজার ১০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলার মুক্তারপুর ও রিকাবিবাজার এলাকা থেকে এসব সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, রিকাবিবাজার এলাকার শাহজালাল স্টোরের মালিক ২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অপরাধে মুক্তারপুর লক্ষ্মী স্টোর ও তেলের পাম্পে সাইদ স্টোর থেকে ১০০ লিটার তেল উদ্ধার করে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত তেল ভোক্তাদের কাছে গায়ের দামে বিক্রি করা হয়।