লালমনিরহাটের কালীগঞ্জে প্রাইভেটকারে তল্লাশির সময় পুলিশকে ছুরি মেরে পালিয়েছে মাদক কারবারি। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। পরে ফেলে যাওয়া প্রাইভেটকার থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার রংপুর-মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালীগঞ্জ থানার এএসআই মো. শাহজাহান, এএসআই মো. মমতাজ, ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, প্রাইভেটকারে ফেনসিডিল পাচারের খরব পেয়ে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি শুরু করা হয়। হঠাৎ প্রাইভেটকারে থাকা এক মাদক কারবারি এএসআই মমতাজ ও শাহজাহানকে ছুরিকাঘাত করে। এ সময় দুই পথচারী এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে প্রাইভেটকার ফেলে তিনি পালিয়ে যান। পরে প্রাইভেটকার থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।