নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৪০০ গ্রাম করে। খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’ পুকুরে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার দিনাজ উদ্দিন। ওই পুকুরের মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সন্ধ্যায় পুকুরের পানি সেচ দেওয়ার পর অন্য মাছের সঙ্গে পঁয়ত্রিশটি ইলিশ মাছ পাওয়া যায়। এগুলোর প্রতিটির ওজন ৪০০-৯০০গ্রাম। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ যখন নিমজ্জিত হয় তখন এই পুকুরটিও জোয়ারের পানিতে ডুবে যায়। ওই সময় সমুদ্রের নোনা পানির সঙ্গে এই মাছগুলো পুকুরে প্রবেশ করতে পারে।