রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুতিনকে 'পাত্তাই' দিলো না ফিনল্যান্ড 

আপডেট : ১৪ মে ২০২২, ১৮:৪৮

আগামী কয়েক দিনের মধ্য ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে। এটি বলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। শনিবার (১৪ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে বলা হয়েছে, সৌলি নিনিস্তো পুতিনকে বলেছেন, ইউক্রেনে আক্রমণের সঙ্গে কীভাবে রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপ 'ফিনল্যান্ডের নিরাপত্তা পরিবেশকে পরিবর্তন করেছে'। নিনিস্তো আরও বলেছেন, কথোপথন সরাসরি এবং অকপটভাবে হয়েছে। এতে কোনো উত্তেজনাকর পরিস্থিতি ছিল না।

ন্যাটোতে ফিনল্যান্ড যোগ দিলে এর ফল ভালো হবে না বলে হুমকি দিয়ে আসছে আসছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের কথা জানায়। 

তবে রাশিয়া ক্রমাগত হুমকি দিয়ে আসছে ফিনল্যান্ডের এই সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে। তবে ফিনল্যান্ড তাতে পাত্তে দিচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জানান, তার দেশ অনতিবিলম্বে ন্যাটোতে যোগ দেবে। 

ইত্তেফাক/এসআর