নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজারে শনিবার (১৪ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর ট্রেডার্সের গোডাউনে মজুদ রাখা ১০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন।
এ সময় মজুদদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশ উপস্থিত ছিলেন। উদ্ধার করা সয়াবিন তেল উপস্থিত লোকজনের মধ্যে নির্ধারিত দামে বিক্রি করে দোকানের মালিককে এ টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, মজুদদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।