নরেন্দ্র মোদী উঠতে বসতে কংগ্রেসকে ‘পরিবারতন্ত্র’ নিয়ে নিশানা করেন। দলে ‘পরিবারতন্ত্র’ নিয়ন্ত্রণে কংগ্রেস এবার চিন্তন শিবিরে ‘এক পরিবার, এক প্রার্থী’ নীতি রূপায়ণের সিদ্ধান্ত নিতে চলেছে। কিন্তু তাতে এমনই ছাড় রাখা হচ্ছে যে, গান্ধী পরিবারসহ কংগ্রেসের অধিকাংশ নেতার পরিবারই এর আওতায় আসবে না।
রাজস্থানের উদয়পুরে আজ থেকে কংগ্রেসের চিন্তন শিবিরে যে সাংগঠনিক সিদ্ধান্তের খসড়া নিয়ে আলোচনা চলছে, তাতে বলা হয়েছে, একটি পরিবার থেকে এক জনকেই ভোটে প্রার্থী করা হবে।
তবে কোনো কংগ্রেস নেতার স্ত্রী-পুত্র-কন্যা বা অন্য কোনো আত্মীয় গত পাঁচ বছর দলের হয়ে কাজ করে থাকলে তার প্রার্থী হতে বাধা থাকবে না। এর সুবাদে ২০২৪-এর লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল, প্রিয়াঙ্কা, দুজনেই প্রার্থী হতে পারেন।
সোনিয়ার পাশাপাশি রাহুল গত ১৮ বছর ধরে কংগ্রেসে কাজ করছেন। প্রিয়াঙ্কা গান্ধী ২০১৯-এর জানুয়ারিতে এআইসিসির সাধারণ সম্পাদক হন।
ফলে ২০২৪-এ তারও রাজনীতিতে পাঁচ বছর আনুষ্ঠানিক ভাবে থাকার শর্ত পূরণ হয়ে যাবে। চাইলে তিনিও আগামী লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন। খবর আনন্দবাজার পত্রিকার।