গাজীপুরের শ্রীপুরে রেল লাইনের উপর ট্রাক থেকে ভারী লোহার অ্যাঙ্গেল পড়ে ট্রেন চলাচল বন্ধের চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে আবারও চলাচল শুরু হয়েছে।
গতকাল সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেল স্টেশন এলাকার শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। পরে রাত ১১ টা ৪০ মিনিটে চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এবং ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন কাওরাইদ রেল স্টেশন যাত্রা বিলম্ব করছে। শ্রীপুর-গোসিঙ্গা সড়কে লেন খোলা থাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে।
শামীমা আক্তার জানান, শ্রীপুরের গোসিঙ্গা এলাকার একটি কারখানা থেকে ট্রাকে করে লোহার তৈরি বেশ কয়েকটি বড় খুঁটি পৌর এলাকার ভাংনাহাটি এলাকার অপর একটি নির্মাণাধীন কারখানায় যাচ্ছিল। ট্রাকটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকার ক্রসিংয় অতিক্রম করার সময় ট্রাকের চাকা রেল লাইনে আটকে যায়। এ সময় চালক ট্রাক সামনে নেওয়ার চেষ্টা করলে ১০টি খুঁটি রেললাইনে পড়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।