বাংলাদেশের প্রশান্ত কুমার হালদারসহ গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত। মঙ্গলবার (১৭ মে) ব্যাঙ্কশাল সিবিআই স্পেশাল কোর্টে তাকে হাজির করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনদিনের রিমান্ড শেষে আবারও ইডি ১৪ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সরকারি আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা পি কে হালদারকে শনিবার দুপুরে দেশটির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ সময় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তিনি শিবশংকর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতেন।