শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মোকাবিলায় সেনা মোতায়েনের নির্দেশ কিমের

আপডেট : ১৭ মে ২০২২, ১৮:০০

করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার কয়েক দিন পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবার পিয়ংইয়ংয়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাজধানী পিয়ংইয়ংয়ের ফার্মেসিগুলোতে জরুরি ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মেডিকেল ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে গত কয়েক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখেরও বেশি হয়েছে।

গত সপ্তাহে করোনা সংক্রমণের প্রথম খবর দেয় উত্তর কোরিয়া। কয়েক দিনের মধ্যেই ভয়াবহ রূপ নেয় প্রাণঘাতী করোনা। পরিস্থিতি পর্যালোচনা করতে কিম জন উন ফার্মেসি ঘুরে দেখেন। পর্যাপ্ত ওষুধের ঘাটতি লক্ষ করেন। রবিবারের এক বৈঠকে ওষুধ বিতরণের জন্য দেশের ফার্মেসিগুলো ২৪ ঘণ্টা খোলা না রাখার ব্যর্থতায় স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন তিনি। 

এ অবস্থায় পিয়ংইয়ংয়ে ওষুধ সরবরাহ স্থিতিশীল রাখতে তাত্ক্ষণিকভাবে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দেন কিম জং। সেনা মোতায়েনের আগের দিনই উত্তর কোরিয়ায় প্রায় ৪ লাখ মানুষের জ্বরের উপসর্গ দেখা যায়। তারা করোনা ভাইরাসে সংক্রমিত কি না, তা নিশ্চিত করেনি দেশটির সরকার। উত্তর কোরিয়ায় গত কয়েক দিনে মোট ১২ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫০ জনের মতো। করোনার সংক্রমণের প্রভাবেই এমন পরিস্হিতি বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া প্রথমবার করোনায় কারো মৃত্যুর খবর নিশ্চিত করে সরকার। 

যদিও বিশেষজ্ঞদের ধারণা, আরো আগে থেকেই ভাইরাসের উপস্থিতি রয়েছে দেশটিতে। উত্তর কোরিয়ার জনগোষ্ঠী আড়াই কোটি। ভ্যাকসিন কর্মসূচির অপ্রতুলতা ও দুর্বল স্বাস্হ্য ব্যবস্হার কারণে পুরো জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে। পিয়ংইয়ংকে ভ্যাকসিন-সহায়তা দিতে প্রস্ত্তত বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুল ইয়ো।

এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, এখন ১০ লাখেরও বেশি মানুষ ‘জ্বরে’ অসুস্থ হয়ে পড়েছে এবং প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

তবে মৃতদের মধ্যে পরীক্ষায় কত জনের কোভিড পজিটিভ এসেছে তা জানা যায়নি। রোগী শনাক্তে পরীক্ষার সক্ষমতা সীমিত হওয়ায় উত্তর কোরিয়া এখন পর্যন্ত যত রোগীর তথ্য দিয়েছে, তা সম্ভবত মোট আক্রান্তের খুব সামান্য অংশ। টিকাদান কর্মসূচির বাইরে থাকা বিশ্বের মাত্র দুটি দেশের একটি হওয়ায় এবং দুর্বল স্বাস্হ্যব্যবস্হার কারণে দেশটির এই প্রাদুর্ভাব হাজার হাজার মানুষের মৃত্যু নিয়ে আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 

ইত্তেফাক/এএইচপি