বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১০টি অবৈধ চায়না দুয়ারী ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৬ মে) বিকালে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার বিকেলে উপজেলার পয়সা নদীর সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০টি চায়না দুয়ারী অবৈধ জাল আটক করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেনের এর উপস্থিতিতে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে আগুনে পোড়ানো হয়।