শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বোয়ালমারীতে বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৭ মে ২০২২, ১৯:৫৮

বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া- ফরিদপুর সড়কের পাশের পাটক্ষেত থেকে মঙ্গলবার (১৭ মে) সকালে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, ফসলি মাঠের কাদা পানিতে লাশটি বস্তাবন্দী অবস্থায় পড়ে ছিলো, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাট ক্ষেতের ভেতর পাওয়া গেছে। স্থানীয়রা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, লাশটি অর্ধগলিত, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছে, তারাও কাজ করছে। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের ভেতর তারাও পৌঁছাবে। ময়নাতদন্ত হলে তারপরই মৃত্যুর কারণ বলা যাবে।

ইত্তেফাক/এমএএম