পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ.সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পলটন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন, উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু।
উদ্বোধনী খেলায় কাউখালী ইউনিয়ন ২-০ গোলে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে। টুর্নামেন্টে পাচঁটি দল অংশগ্রহণ করবে।