চট্টগ্রাম ইপিজেডের পাশে এক বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে শতবর্ষী এক বৃদ্ধের পোড়া লাশ। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে ইপিজেডের কাছে কলসী দিঘির পাড়ের ধুমপাড়া এলাকায় ওই বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, ‘আগুনে পুড়ে আব্দুল করিম নামের এক বৃদ্ধ মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি শতবর্ষী এবং কানে শোনেন না ও চোখে দেখেন না। আমরা তার লাশ উদ্ধার করেছি।’