শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুদ্ধাপরাধের বিচার: বেসামরিক হত্যার দায় স্বীকার রুশ সেনার 

আপডেট : ১৮ মে ২০২২, ১৮:১৪

ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য বিচারাধীন এক রুশ সেনা নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে। বুধবার (১৮ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশটির ৬২ বছর বয়সী এক বেসামরিক নিরাপরাধ নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার ২১ বছর বয়সী ভেদিম শিশিমারিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। ভেদিম শিশিমারিন স্বীকার করেছেন যে তিনি রাশিয়ার সৈন্য। যুদ্ধাপরাধের মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।   

ইউক্রনের প্রসিকিউটররা বলেন, রুশ বাহিনীর সংঘটিত হাজার হাজার সম্ভাব্য অপরাধ শনাক্ত করার পরে আরও বিচার হতে পারে। তবে মস্কো দাবি করেছে, তাদের সেনারা বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে না। 

এদিকে আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার (ওএইচসিএইচআর) জানায়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের ৩ হাজার ৭৫২ জন বেসামরিক নিহত হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলা ইউক্রেনের আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছে। বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে। 

ইত্তেফাক/এসআর