সিলেট'র জৈন্তাপুর উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দি রয়েছে ৷ এখনও পানি বৃদ্ধি পাচ্ছে ৷ পরিস্থিতি সামাল দিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এসকল আশ্রয়কেন্দ্র গুলোতে গত ২৪ ঘণ্টায় সহস্রাধিক'র বেশি লোক আশ্রয় নিয়েছে৷ নিম্নাঞ্চলের লোকজন তাদের গৃহ পালিত গবাদি পশু গরু ছাগল মহিষ নিয়ে রাস্তার পাশে অবস্থান করেছে ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম জানান, পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চলের পানি বন্দি লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। এছাড়াও বন্যা কবলিতদের সরকারের বরাদ্দকৃত ত্রাণ সহ ব্যক্তি উদ্যোগে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানান, পরিস্থিতি সামাল দিতে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্র গুলোতে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রের চেয়ে বেশিরভাগ লোক নিকট আত্মীয় স্বজনদের বাড়ীতে অবস্থান নিয়েছে৷