রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ও নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি বুধবার (১৮ মে) সম্পন্ন হয়েছে।
চুক্তির আওতায় নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের সকল কর্মকর্তারা এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন আহমেদ।
দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম একে মোহাম্মদ সাহেদ হোসেন, ম্যানেজার (কর্পোরেট) রুহা আলম রুহেল ও এক্সিকিউটিভ তাহমিনা আক্তার এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর মোহাম্মদ জিয়াউল করিম।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।