কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান মিন্টু (৩৩) নামের এক ধানের তুষ ব্যবসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) দুপুর ২ টার দিকে উপজেলার মঠখোলা বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া বাজার এলাকার আবদুর রাজ্জাক খামরু মিয়ার ছেলে। তার শশুরবাড়ি গাজীপুর জেলার জয়দেবপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মিজানুর রহমান ব্যবসায়িক কারজে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসেছিলেন। দুপুরে মঠখোলা বাজারে তাকে বহন করা অটোরিকসার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।