পাবনার চাটমোহরে দুই দিনের ব্যবধানে মণপ্রতি গমের দাম বেড়েছে ২০০ টাকা। বুধবার (১৮ মে) প্রতিমণ গম বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকায়। ভারত থেকে গম রপ্তানি বন্ধের ঘোষণা আসে গত শুক্রবার। রাশিয়া ও ইউক্রেন থেকেও গম আমদানি বন্ধ। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তিন দিনের ব্যবধানে গম থেকে উৎপাদিত পণ্যের দাম এক লাফে প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাজারে গমের আমদানিও কম।
বুধবার চাটমোহর পৌরসভার নতুন হাটে প্রতি মণ গম বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা। দুই দিন আগে বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকায়। তিন দিন আগে প্রতি কেজি আটা বিক্রি হয়েছে ৩৫ টাকা, ময়দা ৪৫ টাকা, সুজি ৫০ টাকা আর ভুসি ৪৫ টাকা। বুধবার প্রতি কেজি আটা ৫০ টাকা, ময়দা ৬০ টাকা, সুজি ৬৫ টাকা আর ভুসি ৬০ টাকায় বিক্রি হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, আমদানির ওপর দাম নির্ভর করে। গম নিয়ে এখন বড় সমস্যা। আমরা অন্যান্য পণ্যের বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং করছি।