শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০০ জন আশ্রয় নেওয়া স্কুলে রাশিয়ার গোলাবর্ষণ 

আপডেট : ২০ মে ২০২২, ১৯:৪১

পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেতস্কের এক স্কুলে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান সের্হি হাইদাই বলেন, এই স্কুলে ২০০ জনের বেশি লুকিয়ে ছিলেন। তাদের বেশিরভাগই শিশু। শুক্রবার (২০ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

হাইদাই বলেন, হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ সেখান থেকে লোকদের অন্য আশ্রয়কেদ্রে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, লুহানস্কের প্রায় ১১ হাজার বাড়ি যার মধ্যে অন্তত ৩ হাজার উঁচু দালান আংশিক বাঁ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 

হাইদাই বলেন, অনুমান করা হচ্ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 'শত বিলিয়ন রিভনিয়াস' (ইউক্রেনের মুদ্রার নাম)। তবে বিবিসির পক্ষ থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৬দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে। 

ইত্তেফাক/এসআর